অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট || বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ মে) দুপুরে মেংলা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানার আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন আচরণবিধি ম্যাজিস্ট্রেট মো.তারিকুল ইসলাম।
জানা যায়,প্রচারণার কাজে একাধিক মাইক ব্যবহারের অপরাধে চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদারের প্রতিনিধি সোহাগকে ১০ হাজার টাকা, একই অপরাধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেনের প্রতিনিধি মো. আবুল কালামকে ১০ হাজার টাকা এবং দেয়ালে পোস্টার লাগানো, তোরণ তৈরি এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানোর অপরাধে ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলাম হিমেলের প্রতিনিধি মো. ইলিয়াস হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করার জন্য কাজ করছে প্রশাসন।
তিনি আরও বলেন,নির্বাচনি আচরণ বিধিমালা-২০১৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় ৩ প্রার্থীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে মোংলা উপজেলায় নির্বাচন হবে ২৯ মে। এ নির্বাচনে তিনজন চেয়ারম্যান, সাতজন ভাইস চেয়ারম্যান ও তিনজন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।