মোঃআলমগীর হোসেন,নড়াইল || নড়াইলের লোহাগড়া উপজেলায় নির্বাচনের আচরনবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুন্সী নজরুল ইসলাম কে ১০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এফ আর রোমান রায়হানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শুক্রবার (১৭ মে) দুপুরে থেকে বিকাল পর্যন্ত লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজার এলাকায় নির্বাচনী প্রচারনা চলাকালে আচরনবিধি ভঙ্গের দায়ে এই জরিমানা করেন নির্বাচনী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোষ্টার এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্প করায় এবং মোটরসাইকেল শোভাযাত্রাসহ নির্বাচনীয় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুন্সী নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে একই দায়ে টিয়া পাখি প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী এফ আর রোমান রায়হানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান জানান, আচরনবিধির ধারার ব্যাত্তই ঘটায় প্রার্থীদের আগে সতর্ক করা হচ্ছে। প্রার্থীরা নিয়ম না মানলে আইন মোতাবেক জরিমানাসহ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। নির্বাচনের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।