কয়রা প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলার ২২ দিনের বিতর্কিত সাবেক ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ এর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল,ঘের দখল,সন্ত্রাসী হামলা ও মামলা তুলে নিতে জীবননাশের হুমকির অভিযোগ এনেছেন উপজেলার ৫নং কয়রা গ্রামের আছাদুল ইসলামের স্ত্রী মোছা. নুরুন্নাহার খাতুন।
২১ মে মঙ্গলবার বেলা ১১ টায় কয়রায় উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলননে নুরুন্নাহার তার ছেলে শরিফুলকে সন্ত্রাসী হামলা করে গুরুত্ব যমখ করা, শরীরের বিভিন্ন স্থানের কোপানোর চিহ্ন ছবিতে দেখান।
তিনি অভিযোগ করেন,আমার প্রতিবেশী কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক ২২ দিনের বিতর্কিত সভাপতি সালাউদ্দিনের সাথে আমাদের পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ চলে আসছে।তারা প্রায় সময় আমার পুত্র শরিফুল ইসলামকে ভয়ভিতসহ জীবন নাশের হুমকি দিয়ে থাকে। গত ১৮ মে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আমার পুত্র শরিফুল ইসলাম বড়বাড়ি হতে বাড়ি ফেরার পথে সাবেক ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সহ তার সঙ্গীয় আরও কয়েক জন মিলে আমার পুত্র শরিফুলকে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে মারাত্মক জখম করে। গাড়ি ভাঙচুর, টাকা ও স্বর্ণের জিনিস ছিনিয়ে নেয় বর্তমানে আমার পুত্র সেখানে আইসিওতে মৃত্যুমুখী হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আমার স্বামী আছাদুল সরদার বাদী হয়ে সালাউদ্দিনসহ ৯ জনকে আসামি করে কয়রা থানায় মামলা রুজু করেন।যার মামলা নং-৮/৫৩।মামলা করার পর আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন,তারা প্রায় সময় এলাকায় ঘের দখল,জমি দখল,চাঁদাবাজি, চুরি,খুন জখম ও বিভিন্ন অপকর্মের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছে। তারা প্রভাবশালীদের ছত্র ছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না।তিনি সংবাদ সম্মেলন মাধ্যমে এ ধরনের ন্যাক্কার জনক কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাদের জিবনের নিরাপত্তার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
এ ব্যাপারে ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন,আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এ ঘটনায় আমি কোন প্রকার জড়িত ছিলাম না। আমাকে ফাঁসাতে প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ করে হয়রানি করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।