বেনাপোল প্রতিনিধি || ফুটবল খেলতে গিয়ে মাটিতে পড়ে আকস্মিক ভাবে মৃত্যু হল স্কুল ছাত্র রাফসান (১২)। রাফসান নাভারন- যাদবপুর গ্রামের ডালিমের একমাত্র ছেলে। ২০শে মে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। যশোরের শার্শা উপজেলার সে নাভারন-বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তার বাবা ডালিম হোসেন নাভারন বাজারের বিশিষ্ট অ্যালুমিনিয়াম ব্যবসায়ী।
নিহতের স্বজনরা জানান, রাফসান বন্ধুদের সাথে ফুটবল খেলা করছিল । খেলতে খেলতে হঠাৎ সে মাটিতে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। নিজে সোজা হয়ে উঠতে না পারলে সঙ্গে সঙ্গে তার বন্ধুরা এবং স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার আকস্মিক মৃত্যুতে যাদবপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।