খুলনার খবর || যশোরের মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাবনী বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে পৌরশহরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবনী বেগম ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, দুপুরে কামালপুর গ্রামের মিজান হোসেন নামে এক প্রবাসীর বাড়ির ছাদে লাবনী ধান শুকানে যান। লাবনী বেগমের দেড় বছর বয়সী হাবিবা খাতুন ও সাজিম হোসেন (৮) নামে দুই সন্তার রয়েছে। কন্যাকে নিয়ে উর্মি বেগম নামে এক নারী ওই বাড়ির ছাদে লাবনীকে খুজতে যান। সেখানে শুকনো ধানের উপর লাবনীকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাবনীকে মৃত ঘোষনা করেন।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন,ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।