খুলনার খবর || গতকাল বুধবার সকালে বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে খুলনার শহরের এক কনভেনশন হলে পরিবেশ তত্ত্বাবধানে ও জেন্ডার ট্রান্সফরমেটিভ পন্থা ভিত্তিক প্রকল্প ইকোম্যান এর কর্মশালা অনুষ্ঠিত হয়। ইকোম্যানের সদস্যবৃন্দসহ অন্যান্য ১০টি সংগঠনের অংশগ্রহণকারীদের মধ্যে পরিচয় পর্ব এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার শুরু হয়।
বক্তারা বলেন,যুব নেতৃত্ব সমাজে খুবই দরকার। বাংলাদেশে বর্তমানে যুবদের সংখ্যা বেশি এবং এখন যদি তাদের সঠিক ভাবে গড়ে তোলা যায় পরবর্তীতে সমাজে তারা সামনে থেকে নেতৃত্ব দিবেন। বেডস এর ইকোম্যানের প্রজেক্ট ম্যানেজার মো:শামসুর রহমান শুভ বলেন,নারী-পুরুষ সম্বলিত ভাবে পরিবেশ রক্ষায় সমান ভূমিকা পালন করতে হবে। তিনি পরিবারের কাজগুলোতে নারী ও পুরুষকে একে অপরকে সহোযোগিতা করার আহ্বান জানান। ইকোম্যান প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ সাইফুল আলম বাবু প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আরও বলেন,এ প্রকল্পটি বর্তমানে খুলনাসহ আরো তিনটি জেলায় সক্রিয় রয়েছে।
পুরুষ ও কিশোরদের প্রতি আহ্বান করে তিনি বলেন,নারীরা শুধু ঘরের কাজ করবে এমন সামাজিক রীতিনীতি থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে এবং পাশাপাশি পরিবেশের উপদান গাছপালা,নদী ইত্যাদির রক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে।এ কর্মশালায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর জেলা সমন্বয়কারী মো:রেজওয়ানুল ইসলাম আসিফ ইকোম্যানের জেলা সমন্বয়কারী মোঃ সাইফুল আলম বাবু,ইকোম্যানের প্রজেক্ট ম্যানেজার মো:শামসুর রহমান শুভ ও অন্যান্য ১০টি সংগঠনের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।