বটিয়াঘাটা প্রতিনিধি || খুলনার বটিয়াঘাটায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সাকিরন বেগমকে (২৮) হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী আজাদ মোল্লা (৪০)।গতকাল (২৪মে) শুক্রবার সকালে তাদের দুজনের মরদেহ উদ্ধার হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়,বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোর্ট এলাকার বাসিন্দা আজাদ মোল্লা প্রায় এক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনকি মাঝে মধ্যে আত্মহত্যার চেষ্টাও করতেন। তিন-চারদিন আগেও তিনি ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন। সে সময় তার স্ত্রীসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।
গতকাল শুক্রবার প্রতিবেশী ওহাব ফকির তার বাড়িতে কাজ করতে এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে তারা দরজা ভেঙে ভেতরে দেখেন বিছানায় সাকিরুনের মরদেহ এবং আড়ার সঙ্গে তার স্বামী আজাদ ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজাদ মোল্লাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রীর মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়।ধারনা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আজাদ নিজেও আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় একটি হত্যা মামলা এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।