খুলনার খবর || বাগেরহাটে ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাও করেছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ৩৫৯টি আশ্রয়কেন্দ্রসহ,৩ হাজার ৫০৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরি কাজে অংশগ্রহণের জন্য। জরুরি ত্রাণ কার্যে ব্যবহারের জন্য রয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ৬৪৩ দশমিক ৪০০ টন চাল মজুত রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে।
জেলা প্রশাসক মোহা.খালিদ হোসেন জানান,ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিপদসংকেত জারি হলে তাঁরা এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করবেন। শুকনো খাবার,ওষুধ,ঢেউটিন ও নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ,জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ,ফায়ার সার্ভিস,পুলিশ,নৌবাহিনী,কোস্ট গার্ড ও পানি উন্নয়ন বোর্ড।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।