পরেশ দেবনাথ,কেশবপুর || কেশবপুরে ঝড় বৃষ্টির মধ্যে ত্রি-হুইলার চলন্ত মহেন্দ্র গাড়ির উপর বট গাছের ডাল পড়ে চালকসহ ৩ জন আহত হয়েছে। সোমবার (২৭ মে-২৪) রাতে পৌর শহরের খাদ্য গুদামের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে মহেন্দ্র চালকের গুরুত্বর আহত অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনায় কবলিত মহেন্দ্রটি দুমড়ে মুচড়ে গিয়েছে।
হাসপাতাল ও পরিবার সুত্রে জানা গেছে, সোমবার রাতে পৌর শহরের বায়সা কালাবাসা মোড় থেকে মহেন্দ্র চালক বায়সা গ্রামের আকবর গাজীর ছেলে বাহারুল গাজী (৩২) দুইজন যাত্রী নিয়ে শহরের ত্রিমোহিনী মোড়ে দিকে আসছিলো। আসার প্রতিমধ্যে পৌর শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা বট গাছের ডাল ভেঙে মহেন্দ্র গাড়ির উপর পড়লে চালক বাহারুল গাজী (৩২) এবং যাত্রী ভোগতী গ্রামের ওজিয়ার রহমান (৩৫) ও নতুন মুলগ্রামের রমেশ দাস (৪৫) আহত হয়েছে। আহতদের মধ্যে চালকের অবস্থা গুরুত্বর হওয়ায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকি দু’জন রাতেই হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে চলে গেছেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃআলমগীর বলেন, মহেন্দ্র গাড়ির চালকের মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। বাকি দু’জন রাতেই জরুরি বিভাগের ডাক্তার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।