খুলনার খবর || খুলনায় দুর্বৃত্তের গুলিতে রনি(২৪) নামে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পার্শ্ববর্তী রূপসা গরুরহাট কবরস্থানের পাশে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
নিহত রনি সরদার নগরীর টুটপাড়া এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে একদল দুর্বৃত্ত রনির ডান কানের নিচে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, রনি নগরীর টুটপাড়া ও নদীর ওপার রূপসার রেললাইনের কাছে থাকতেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।