নিজস্ব প্রতিবেদক || ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনা উপকূলের সাড়ে ৪ লাখ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে লবণাক্ত পানি। ভেসে গেছে পুকুর-ঘের, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, পাট ও সবজিসহ ১৭ হাজার ৭৯৬ হেক্টর জমির ফসল।
মঙ্গলবার (২৮ মে) বিকেলে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফসলের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ফসলের ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে এখনও ক্ষতির আর্থিক মূল্য পরিমাণ নির্ধারণ করা হয়নি। শুধু ক্ষতিগ্রস্ত ফসলের জমির হিসাব করা হয়েছে।
খুলনা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড়ে খুলনার উপকূলীয় অঞ্চলের ১৭ হাজার ৭৯৬ দশমিক ৫০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৫৪ দশমিক ৫০ হেক্টর জমির আউশ ধানের বীজতলা, ১ হাজার ৭৫২ দশমিক ৫০ হেক্টর জমির আউশের আবাদ, ১ হাজার ৪৪৭ হেক্টর জমির পাট, ৫ হাজার ৭৫৫ হেক্টর জমির সবজি, ২১ হেক্টর জমির টমেটো, ৪৮৫ হেক্টর জমির তিল, ২৭০ হেক্টর জমির মুগ, ১৭৫ হেক্টর জমির মরিচ, ৩৩ হেক্টর জমির আদা, ২০৩ হেক্টর জমির হলুদ, ৩০ হেক্টর জমির চিনা বাদাম, ১ দশমিক ৫০ হেক্টর জমির ভূট্টা, ১ হাজার ৭০৫ হেক্টর জমির আম, ৭৭ হেক্টর জমির লিচু, ১১৮ হেক্টর জমির তরমুজ, ৩১০ হেক্টর জমির পেঁপে, ৫৪৫ হেক্টর জমির কলা, ৮৭৭ হেক্টরের পান, ৭২ হেক্টরের আখ, ৩ হাজার ৭৫০ হেক্টর জমির বোনা আমন ও ১১৫ হেক্টর জমির অন্যান্য ফসল আক্রান্ত হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।