মুন্সী মোয়াজ্জেম,শালিখা,মাগুরা || আজ ৩১/৫/২৪ শুক্রবার মাগুরা জেলার শালিখা থানার গঙ্গারামপুরে মাগুরা নড়াইল মহা সড়কে গঙ্গারামপুর গার্লসস্কুেলর কাছে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন মাগুরা সদর থানার পানিঘাটা গ্রামের মাঝিপড়ার সুন্রত (৩৫ )পিতা:-সদানন্দ ও আহত ব্যাক্তি হলেন একই গ্রামের, বিকাশ ।আহত ব্যাক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা করেছে।
স্থানীয় বাসিন্দা ও শালিখা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা এগারোটার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস সার্ভিস রাফি পরিবহন ও উল্টো পথে আসা একটি করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় করিমনটি। পরে ঘটনাস্থলেই করিমন চালকের মৃত্যু হয় ও করিমনে থাকা অপর ব্যাক্তি গুরুতর আহত হয়।দুর্ঘটনার পর বাসটি জব্দ করে চালককেও গ্রেপ্তার করেছে শালিখা থানা-পুলিশ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।