খুলনার খবর || আগামী ১০ জুন নগরীর জোড়াগেটে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হবে। আজ সোমবার (৩ জুন) দুপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে পশুর হাট পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পশুর হাট পরিচালনা কমিটির আহবায়ক মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহমেদ। এছাড়া সভায় প্রশাসনের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখা, একাধিক শেড নির্মাণ, পরিচ্ছন্ন পরিবেশ, নগরীর অবৈধ হাট উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা, জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থাসহ ঈদের দিন পশুবর্জ্য দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন,কেসিসি’র হাট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশিদ আহম্মেদ ও কাউন্সিলর মো: ইমরুল হাসান, সদস্য সচিব কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, সদস্য প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: আলী আকবর টিপু, ইমাম হাসান চৌধুরী ময়না, মো: শফিকুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তারসহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।