মোঃ মনির খান,খুলনা || আজ (৪ জুন) মঙ্গলবার দুপুর বারোটার সময় খুলনার নিজখামার মাদানী নগর মাদ্রাসার সামনে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে আহত হয়েছেন ইজিবাইকে পাঁচ জন। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে এখন পর্যন্ত কোন নিহতর খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান,খুলনা পাইকগাছা রুটে চলাচলকারী মারওয়া বাসটি (খুলনা-জ ০৫-০০১৯) সোনাডাঙ্গা থেকে ছেড়ে নিজখামার মাদানী নগর মাদ্রাসার সামনে এলে অপর দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ইজিবাইকের পাঁচজন যাত্রী মারাত্বক আহত হয়। আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম, ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে পুলিশের কোন বক্তব্য তাৎক্ষনিক পাওয়া যায়নি।এঘটনায় স্থানীয়রা বাসটিকে আটক করে।তবে বাসের ড্রাইভার,হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।