খুলনার খবর || খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।আজ বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান,সকালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে দুজন শিববাটি ব্রিজের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটর ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন এবং মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষনিকভাবে মোটরসাইকেলের দুইজনের পরিচয় জানা যায়নি।
পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান জানান,দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।