স্টাফ রিপোর্টার || খুলনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্পন্ন বিরান ও পতিত জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।কার্যক্রম শুরুতে শপথ পাঠের মাধ্যমে পরিচ্ছন্ন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন,খান আনিসুর রহমান নেজারত শাখা ডিসি অফিস খুলনা। জেলা সমন্বয়ক মোঃ খলিলুর রহমান , জাকিয়া, লিটন, মিরাজ, শাহজাহান, নাঈম, মেহেদী, মহরম হাসান মাহিম, মোঃ রাজিব হোসেন সহ জেলার গুরুত্বপূর্ণ কার্যকারী সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি ক্লিনে’র এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষ্যে শনিবার সকালে দুর্লভ প্রজাতির রক্ত চন্দন রোপণ করেন খন্দকার ইয়াসির আরেফিন ও বিডি ক্লিন খুলনার স্বেচ্ছাসেবীরা।
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করছে বিডি ক্লিন। আট বছর আগে ঢাকা বিডি ক্লিন এর কার্যক্রম শুরু হয়। সাত বছর ধরে কার্যক্রম চলছে খুলনায়।
বিডি ক্লিন এর জেলা সমন্বয়ক মোঃ খলিলুর রহমান বলেন, খুলনা বিডি ক্লিন নিয়মিত আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। খুলনায় আমাদের এ কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে এই বার্তা দিতে চাই- নিজের পরিবেশ নিজেকেই পরিষ্কার রাখতে হবে। তবে এটা একটি জটিল ও দীর্ঘমেয়াদী কাজ। বার বার মানুষের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি তুলে ধরলে একসময় সে নিজের পরিবেশ অপরিষ্কার রাখতে পারবে না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।