স্টাফ রিপোর্টার || খুলনায় বোরো মৌসূমে আবাদে লক্ষ্যমাত্রা থেকে বেশি ধান উৎপাদন হলেও বেড়েছে চাউলের দাম। বর্তমান চাউলের কেজি প্রতি প্রকারভেদে দু’ থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে।
খুলনা কৃষি অধিদপ্তরের সূত্রে মতে, এবার শুধু খুলনা জেলায় ৬২ হাজার ৭শ ১৪ হেক্টর জমিতে প্রায় ৩ লাখ মেঃ টন ধান উৎপাদন হয়েছে। এছাড়া খুলনা বিভাগে মোট ২ লাখ ৫৭ হাজার ৫শ ৮০ হেক্টর জমিতে ১১ লাখ ৪৮ হাজার ১শ৭ মেঃ টণ বোরো ধান উৎপাদন হয়েছে। এছাড়া বোরো ধান উৎপাদনের লক্ষমাত্রা ছিল ১১ লাখ ৩৯ হাজার ১৫০ মেঃ টণ । মোট কথা বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা থেকেও প্রায় ৯ হাজার মেঃ টন ধান বেশি উৎপাদন হয়েছে। তবে ভরা মৌসূমেও কেন চাউলের দাম বেড়েছে? এমন প্রশ্ন রয়েছে সাধারণ ক্রেতার কাছে। এমনকি খুলনা খাদ্য অধিদপ্তরের মজুদ রয়েছে ২০ হাজার মেঃ টণ চাউল। এদিকে সরকারী হাজার হাজার টন চাউল গুদামে রাখলেও। খোলা বাজারে চাল ক্রয় করতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। খুচরা বাজারে মিনিকেট কেজি বিক্রি হচ্ছে ৬৩ টাকা, যা আগে বিক্রি হতো ৬০ টাকা । নাজির শাইল বিক্রি হচ্ছে ৬৭ টাকা, যা আগে বিক্রি হতো ৭২টাকা। আঠাশ নতুন চাউল বিক্রি হচ্ছে ৪৯ টাকা আগে ছিল ৫২ টাকা। পুরাতন আঠাশ ৫৮ টাকা। আর গুটি স্বর্ণা ৫৬ টাকা (মোটা) টাকা কেজিতে বিক্রি করছে। ক্রেতা মোঃ আহাদুল ইকবাল বলেন,বোরো মৌসূমে বেড়েছে চাউলের দাম। আমরা গরীব মানুষ বেশি কথা বলতে পারছি না। সরকারীভাবে ডিলারদের মাধ্যমে ওএমএস থেকে যে চাউল দেয় তা উঠাতে গেলে যে লম্বা লাইন আর ভোগান্তি আমার এক বেলা কাজ বন্ধ হয়ে যায়। সংসারে আরো বিভিন্ন খরচ তো আছে। এভাবে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে তাতে জীবনযাপন করতে খুব কষ্ট হচ্ছে। একটি পণ্য কিনলে আরেকটি কেনার অর্থ থাকছে না। মাস শেষে যে বেতন পাই তা দিয়ে সংসারের জরুরি খরচ বাদ দিয়ে খাবারের জন্য যে টাকা রাখা হয়, তা দিয়ে পুরো মাস চালাতে হিমশিম খাচ্ছি। তাছাড়া কেন চাউলের দাম বেড়েছে এসব কারণ চিহ্নিত করতে হবে। অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারীভাবে প্রচুর পরিমাণ চাউল খাদ্য গুদামে মজুদ রয়েছে। এগুলো খোলা বাজারে বেশি বেশি করে বিক্রি করতে হবে। এভাবে কারণ ছাড়াই যেন কোন ব্যবসায়িরা পণ্যের মূল্য বাড়িয়ে না দিতে পারে। সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।