নিজস্ব প্রতিবেদক|| খুলনায় সিটি ল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ সংসদের সাবেক স্পিকার অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলির নবম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে। এ্যাডভোকেট শেখ রাজ্জাক আলীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দেওয়া মাহফিল ও আলোচনা সভা খুলনা সিটি ল কলেজ এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি ল কলেজের প্রভাষক এডভোকেট শামীমা সুলতানা শিলুর সঞ্চালনায় এবং প্রফেসর জাফর ইমামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা সিটি ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এম এ আউয়াল রাজ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-সিটি ল কলেজের পরিচালনা পর্ষদের সিনিয়র সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, খুলনা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ সাবেক স্পিকারের জীবিত থাকাকালীন সময়ে বিভিন্ন স্মৃতিচারণ মূলক বক্তব্য তুলে ধরেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট আবুল হোসেন হাওলাদার, শেখ আব্দুল বাকী, আব্দুল্লাহ আল বাহারাম টিটু, সৈয়দ আলী হাকিম, শেখ আবুল কাশেম, অ্যাডভোকেট আলমগীর শিকদার সহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।