মোঃরুবেল শেখ,দিঘলিয়া || খুলনার দিঘলিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে ৮ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন-
উপজেলা চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ ।
ভূমি সেবা বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের অন্যতম উদ্যোগ হল অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা। ই নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হচ্ছে। বর্তমানে নাগরিকরা ভূমি অফিসে না এসে অনলাইনে নামজারি, সার্টিফাইড পর্চা, মৌজা ম্যাপের আবেদন করতে এবং জমির খাজনা পরিশোধ করতে পারছেন। নাম জারি করার সাথে সাথে ম্যাপ ও খতিয়ান সংশোধন করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের প্রায় ১ লাখ ৩৮ হাজার মৌজা ম্যাপ কে ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও ভুমি মালিকদের ভোগান্তি কমাতে এই রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমি সেবা, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি রেকর্ড সহ স্মার্ট ভূমি সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। চালু হয়েছে ই- মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, ডিজিটাল রেকর্ডরুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেইং- ম্যাপিং ও ডিজিটাল রেকর্ড রুম সিস্টেম থেকে জমি রেকর্ড অনলাইনে যাচাই করা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার, উপজেলা সিনিয়র-মৎস্য অফিসার দিঘলিয়া মোঃ.মঞ্জুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, সাংবাদিক ওয়াহিদ মুরাদ, সৈয়দ জাহিদুজ্জামান, শেখ রুবেল, রানা মোল্যা, এস এম শামীম, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী হাওলাদার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন প্রমুখ।
এর মধ্য থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ ও সভাপতি এসি ল্যান্ড দেবাংশু বিশ্বাস সহ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।