হুমায়ন কবির,ঝিনাইদহ || ঝিনাইদহে ট্রাকভর্তি সবজির মধ্যে ফেনসিডিল পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকন্ডিয়া গ্রামের মুসা করিমের ছেলে অমেদুল হক ও দৌলতদিয়া হাতিকাটা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল আহম্মেদ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, জীবননগর থেকে ট্রাকভর্তি সবজির মধ্যে ফেনসিডিল ঢাকায় পাচারের গোপন সংবাদের মাধ্যমে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্য থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল পাওয়ায় যায়।এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।