সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরা জেলা,শ্যামনগর থানার গাবুরা ইউনিয়ন, চাঁদনী মুখা গ্রামের শাহাজান এর নির্দেশে মাছের ঘের থেকে পাঁচ লাখ টাকার মাছ রাতারাতি লুট পাট সহ ঘেরের বাসা ভেঙে নগত ১লক্ষ টাকা ছিনতাই এর খবর পাওয়া গেছে বলে জানা গেছে।
সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন মহাফুজ ঢালী, বাসার ঢালী সহ তাঁদের সহযোগী আরো ১০ থেকে ১৫ জন।ঘের এ বাসা জিয়াদ শেখ এর দলবল নিয়ে ভেঙে ১ লাখ টাকা লুট করে,সরোজমিনে নিজস্ব প্রতিনিধি তদন্ত করে জানিয়েছেন।সাথে ঘেরের লোকের গায়ে অতর্কি হাত তোলে।খবর নিয়ে জানা গেছে শাহাজান বাণী নামে পরিচিত তারা।দীর্ঘদিন এই শাহাজান বাহিনী রাতের আঁধারে চুরি,ডাকাতি,ঘের লুট সহ জমি দখল করে আসছে কালো হাতের শক্তিতে।তাঁদের সবার নামে গন্ডাই গন্ডাই মামলা থাকলেও তারা এসবের কিছুতে তোয়াক্কা করেনা। শাহাজান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ঘের মালিকদের থেকে চাঁদা নিয়ে আসছে।তার চাঁদা না পেলে সে তার বাহিনী দিয়ে ঘের লুট করে।নাম না বলার সর্থে একজন ভুক্তভুগি জানিয়েছেন এই শাজাহান এর বিচার অনেক বার পরিষদে দিলেও সে পার পেয়ে যায়।তার জন্য অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা ছাড়া হয়েছে জীবনের ভয়ে। এলাকাটা থানা এরিয়ার বাইরে হওয়ায় তাঁদের রাজত্ব হাসিলে সুবিধা হচ্ছে।মহাফুজ ঢালী বাসার ঢালী সহ তাঁদের সহযোগীদের এমন সমস্যায় অনেকবার থানায় বিচার হলেও তাঁদের চরিত্রর কোনো পরিবর্তন হয়নি।জিয়াদ শেখ কয়েকবার জোর করে ঘের এ উঠলে কাজ পত্র বা কারণ না দেখাতে না পারায় নেমে যেতে হইছে বলে কৌশলে বাসা ভেঙে টাকা লুট করে নিয়ে গেছে সুযোগে।
এ বিষয় থানায় কথা বললে জানান তারা এ বিষয় অবগত আছে প্রয়োজন ব্যবস্থা নিয়ার প্রস্তুতি চলছে।ভুক্তভুগি রা জানান কয়েকবার চাঁদা চাওয়া পরেও চাঁদা না দিয়াই শাহাজান বাহিনী এমন কাজ করছে বলে জানিয়েছেন তারা প্রশাসনের কাছে নার্য্য বিচার এর দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।