অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট || একসময়ের মৃতপ্রায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা এখন অনেক এগিয়েছে। এবং অর্থনীতির নিজস্ব ঐতিহাসিককরণের ওপর জোর দিয়ে একটি গতিশীল বন্দরে রুপ নিয়েছে। অর্থ, প্রযুক্তি, শ্রম ও ব্যবসা’সহ নানা রকম সুযোগ সুবিধাও বৃদ্ধি হয়েছে এই বন্দরে। এই অবস্থায় মোংলা বন্দরের আরও উন্নয়ন ও আধুনিকায়নে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল শাহীন রহমান।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২টায় খুলনা, মোংলা ও বাগেরহাটে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকতারা বা সভার শুরুতে মোংলা বন্দরের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা মাল্টিমিডিয়া পদ্ধতিতে প্রদর্শন হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল শাহীন রহমান। উন্মুক্ত আলোচনায় তিনি বন্দরের সুযোগ-সুবিধা ও আধুনিকায়নে মোংলা বন্দরের ভবিষ্যত প্রকল্পসমূহ তুলে ধরেন।
চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, মোংলা বন্দর আন্তর্জাতিক শিপিং লাইনসহ চ্যানেলের নাব্যতা রক্ষার জন্য ড্রেজিং, জেটি ও শেড নির্মাণ, পর্যাপ্ত সংখ্যক বয়াবাতি সংগ্রহ, কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি ক্রয়’সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। এছাড়াও ভবিষ্যতে এই বন্দরের আরও উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।