পরেশ দেবনাথ,কেশবপুর || যশোরের কেশবপুরে এক স্কুল ছাত্রীকে পাট ক্ষেতে ধরে নিয়ে চড়থাপ্পড় মেরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় লিটন শেখ (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ শুক্রবার (১৩ জুন-২৪) সকালে উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে ঘটনাটি ঘটেছে। ধর্ষণের চেষ্টার ঘটনা উল্লেখ করে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।
থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের এক কৃষকের স্কুল পড়ুয়া মেয়ে শুক্রবার (১৩ জুন) সকালে বাড়ির পাশে শাহাদাৎ হোসেনের মৎস্য ঘেরের ভেড়িতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। সেখানেই আগে থেকেই একই গ্রামের কওছার শেখের ছেলে লিটন শেখ (৪০) ঘাস কাটছিলো। ওইসময় লিটন শেখ ওই ছাত্রীকে একা পেয়ে তাকে জোর করে পাট ক্ষেতে ধরে নিয়ে চড়থাপ্পাড় মেরে ও মুখ চেপে ধরে তার পরিহিত পায়জামা খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। সেসময় স্কুল ছাত্রীর ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সে ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনা উল্লেখ করে ওইদিনই মেয়ের মা লিটন শেখের বিরুদ্ধে থানায় মামলা করেন। থানার মামলা নং-২। থানায় মামলা হওয়ার পরপরই ভেরচী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শামীম হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ন্যাসগাছা রয়নাবাজ এলাকায় অভিযান চালিয়ে লিটন শেখকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী লিটন শেখকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।