মোঃরফিকুল ইসলাম,বেনাপোল || শার্শার সীমান্ত পথ দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোলের নিকটবর্তী কয়েকটি সীমান্ত ঘুরে দেখা গেছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
১৭ই জুন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজিবি ৪৯ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ জামিল হোসেন।
ঈদে কোরবানির পশুর চামড়া আমদানি বেশি হওয়ায়, বাজারে তুলনামূলক ভাবে চামড়ার দাম অনেকটা কম।
এমনকি সরকারি ভাবে চামড়া ক্রয় বিক্রয়ে তেমন কোন সাড়া নেই বল্লেই চলে।
এই সময়ে ভারতের বাজারে চামড়ার দাম একটু বেশীই থাকবে, ফলে বেশি মুনাফার আশায় ব্যবসায়ীরা চামড়া পাচার করতে পারে এমন আশঙ্কা রয়েছে সংশ্লিষ্টদের।
সূত্রে প্রকাশ শার্শা উপজেলা সদর কেন্দ্রীক বড় ৩ টি নাভারন, বেনাপোল, বাগআচড়া বাজার ঘুরে দেখা গেছে, ৫ মন ওজনের গরুর চামড়া ৫০০ থেকে ৬০০ টাকা এবং ১০মণ ওজনের গরুর চামড়া ৮০০ টাকা করে বিক্রি হচ্ছে। অপর দিকে ভারতের বাজারে ৫ মণ ওজনের গরুর চামড়া ৮০০ থেকে ১ হাজার রুপি ও ১০ মণ ওজনের গরুর চামড়া ১ থেকে ২ হাজার রুপি বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, দেশের সীমান্তবর্তী জেলা যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চামড়া পাচার হতে পারে এমন সম্ভাবনাময় সীমান্ত যেমন কায়বা, রুদ্র পুর, গোগা, ভুলোট, পুটখালী, গাতিপাড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, বাহাদুরপুর, শিকার পুর,শালকোনা, পাকশী, কাশিপুর ও চৌগাছার শাহজান পুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী ৭ ক্ষীরা জেলার কলারোয়ার ভাদলী, হিজলদী, মাদ্রা সীমান্ত দিয়ে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল হোসেন বলেন, ভারতে চামড়া পাচার রোধে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বিশেষ করে রাতে যে কোন সময়ের তুলনায় টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।