নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনের জের ধরে কাশীপুর ইউনিয়নের চালিঘাট গ্রামে একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে ও কুপিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩ জনকে গুরুতর আহত করেছে। হামলার ঘটনার প্রায় এক ঘন্টা পর পুলিশের সহযোগিতায় আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধ ও সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনের জের ধরে ইউপি সদস্য শরিফুল ইসলামের নেতৃত্বে একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা,চাপাতি, সড়কী ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে চালিঘাট গ্রামে হামলা চালায়। হামলায় রক্তাক্ত জখম হন
মৃত রতন হীরার ছেলে রমেশ হীরা (৪৮), মৃত পুলিং বিশ্বাসের ছেলে প্রহ্লাদ বিশ্বাস (৪৫) এবং মৃত মন্টু বাইনের ছেলে হরিদাস বাইন (৪০)।
হামলার ঘটনার পর দূর্বৃত্তদের ভয়ে আহতদের চিকিৎসা দেওয়া সম্ভব হয় নাই। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় রাত ৯ টার দিকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।