এস.এম.শামীম,দিঘলিয়া|| দিঘলিয়ায় কালভার্ট নির্মাণে ইঞ্জিনিয়ার এর দায়িত্ব পালন করছেন বৃদ্ধা কৃষক। উল্লেখ্য দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নস্থ লাখোয়াহাটি শরিফ বাড়ি সংলগ্ন একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। উক্ত কালবাট নির্মাণের কাজ দেখার জন্য কিছু গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে গেলে সেখানে গিয়ে দেখা যায় উক্ত কালভার্টের ঢালাই চলছে, নেই কোন ইঞ্জিনিয়ার নেই কোন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। এ বিষয়ে উক্ত এলাকার এক বৃদ্ধ কৃষক যার বাড়ির উপর দিয়ে এই কালভার্ট টি নির্মিত হচ্ছে তার কাছে জানতে চাইলে তিনি বলেন ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম অসুস্থ তাই আমাকে দেখতে বলেছেন। তখন তাকে প্রশ্ন করা হয় আপনি কাজের বিষয়ে কি কি জানেন তিনি উত্তরে বলেন আমি এ বিষয়ে কিছুই জানিনা আমাকে দেখতে বলা হয়েছে কয়টি বালু, কয়টি খোয়া, দেয়া হয় আমি তাই দেখভাল করছি। এ বিষয়ে উক্ত বৃদ্ধার কাজ থেকে জানা যায় সকাল থেকে ঢালাই চললেও ঢালাইয়ের দেখভাল করার জন্য ছিল না কোন ইঞ্জিনিয়ার ছিল না কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। উক্ত বৃদ্ধা জানান আমার ছেলে ঢাকা জি টিভির সাংবাদিক তাই এই কালভার্ট এর কাজটি আমার ছেলে নিয়ে আসছে এমনটিও মন্তব্য তিনি করেন। তবে উক্ত এলাকার সকল বাসিন্দাদের একটাই প্রশ্ন যেখানে একটি কালভার্ট নির্মাণ হয় সেখানে চলাচলের জন্য কালভার্টের দুই প্রান্তে রাস্তা থাকে কিন্তু এই কাল পর্টি নির্মাণ হচ্ছে অথচ কালভার্টের এক প্রান্তে সরু একটি রাস্তা রয়েছে অপর প্রান্তে উক্ত বৃদ্ধার বাড়ি নেই কোন সড়ক নির্মিত হচ্ছে কালভার্ট , তবে কি একটি পরিবারের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় এই কালভার্টি নির্মিত হচ্ছে এমনটাই প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।