খুলনার খবর || খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন।গতকাল সোমবার (২৪ জুন) রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,নিহত আরিফ গতকাল রাত ১২টার দিকে কুয়েট গেটের পাশে একটি ড্রেনে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসলে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা প্রথমে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে পা দিয়ে চেপে ধরে আরও কয়েক রাউন্ড গুলি করে হত্যাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এলাকাবাসী আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গত রাত ১১টার পর কুয়েট পকেট গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন। এ বিষয়ে ঘটনাস্থল আড়ংঘাটা থানা এলাকায় হওয়ায় তারা আইনি প্রক্রিয়া শেষ করেছেন। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু বলতে পারেননি তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।