নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অফিসারদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, আজ ২৬শে জুন বুধবার বেলা ১২ টায়, খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষ। উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, সভার শুরুতে উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। আইজিপি মহোদয় বক্তব্যে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও সেবা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব। পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় আমাদের পবিত্র দায়িত্ব। একই সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি প্রশংসনীয়ভাবে সফল হয়েছে। এজন্য জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোলমডেল হিসেবে পরিচিতি পেয়েছে। সকল প্রতিকূলতা ও সীমাবদ্ধতা উপেক্ষা করেও বাংলাদেশ পুলিশের সদস্যদের সততা, স্বচ্ছতা, দক্ষতা জবাবদিহিতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।” এছাড়াও আইজিপি মহোদয় সামগ্রিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য উপস্থিত সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় মতবিনিময় সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম; পিটিসি, খুলনার ডিআইজি (কমান্ড্যান্ট) মো: নিশারুল আরিফ; কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) মোছাঃ তাসলিমা খাতুন এবং খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম (বার)-সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।