মোঃফয়সাল হোসেন,কয়রা||খুলনার কয়রায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে জি আরের চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুর ১২ টায় মঠবাড়ী শান্তিময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহারাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৩০০ পরিবারে মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।পরবর্তীতে এই ইউনিয়নের আরও ১হাজার ৫শ পরিবারে মাঝে ১০ কেজি করে জি আরের চাল বিতরণ করা হবে।
চাউল বিতারণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনার রশীদ,জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ, ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা প্রমুখ।
জি আরের চাউল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন,কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০ মেট্রিক টন চাউল বিতরণ করা হবে। ইতিমধ্যে ৭টি ইউনিয়নে ৭০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে এবং ১২০ মেট্রিক টন চাউল বিতরণ অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।