মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || সারা দেশের ন্যায় যশোরের শার্শায় একযোগে এইচএসসি ও আলিম পরীক্ষা শান্তি পূর্ণ ভাবে প্রথম দিন শেষ হয়েছে। ৩০ শে জুন রবিবার শার্শা উপজেলায় মাধ্যমিক ও আলিম পরীক্ষায় এবার ১ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ উপজেলায় মোট ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শার্শা উপজেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও,প্রথম দিনে অনুপস্থিত ১৫ জন। অপরদিকে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার কেন্দ্র একটি, এ পরীক্ষায় ২৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও, অংশগ্রহণ করেছে ২০১ জন। প্রথম দিনে অনুপস্থিত ৩১জন।
প্রথম দিনে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের অনুষ্ঠিত,পরীক্ষা সব কেন্দ্র মিলে অনুপস্থিত রয়েছে ৪৬ জন। পরীক্ষার কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে ও পরীক্ষা কেন্দ্রে সচিব ও হল সুপার দের সাথে আলাপ করে জানা গেছে, প্রথম পরীক্ষায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই,উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান ও একাডেমিক অফিসার নুরুজ্জামান,অনুষ্ঠিতব্য পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন এবং পরীক্ষা কেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।