মোঃ মনির খান || দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১ জুলাই) বিকাল ৩টায় কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলটি বেশ কিছুদিন পর এই সমাবেশকে কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছিল। এতে খুলনা মহানগর ও জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোর নেতাকর্মীরাও এতে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।বিশেষ অতিথি ছিলেন,অনিন্দ্য ইসলাম অমিত।সমাবেশের সভাপতিত্ব করেন,(আহবায়ক খুলনা মহানগর বিএনপির)এ্যাড. এস,এম শফিকুল আলম মনা এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই বর্বরদের হাতে একটুও নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকার হরণ করেছে, অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রায় সাত বছর আটক করে রাখা হয়েছে।অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।তাকে মুক্তি না দিলে যেকোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে সরকারকে হুঁশিয়ারি জানান।
এই সমাবেশে আরো উপস্থিত ছিলেন,আজিজুল বারী হেলাল,শামীমুর রহমান শামীম,জয়ন্ত কুমার কুন্ডু,নেওয়াজ হালিমা আরলি,আমিরুজ্জামান খান শিমুল,আমীর এজাজ খান,শফিকুল আলম তুহিন,মনিরুল হাসান বাপ্পীসহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।