1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
শার্শার ঈদগাঁগুলো নব সাজে সজ্জিত,কেনাকাাটায় মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভীড়, খুশী এলাকাবাসী  গাবুরা ছাত্রনেতা শেখ সুমনের পক্ষে থেকে ঈদ উপহার নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে প্রায় চার লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দিঘলিয়ায় পবিত্র ঈদুল ফিতর কে সামনে খেয়া ঘাটে অতিরিক্ত টোলা আদায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পাইকগাছাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মাহেরা নাজনীন  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কে বহিষ্কারের দাবী খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম জামাত সকাল আটটায় সার্কিট হাউজ ময়দানে খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ সহ গ্রেফতার ১১,অস্ত্র গুলি উদ্ধার খুলনা সোনাডাঙ্গা থানার আরামবাগ এলাকায় পুলিশ ও যৌথবাহিনীর অভিযান ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীতে সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদারে র‍্যাব -৬ খুলনায় যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে – বিআরটিএ অভিযান সৌদির সাথে তাল মিলিয়ে দেশের ৫ জেলায় ঈদ উদযাপন নগরীতে ধারালো অস্ত্র দিয়ে যুবক,কে কুপিয়ে যখম ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল খুলনাসহ ৪ বিভাগ পুড়ছে তাপপ্রবাহে, আপাতত নেই কোনো ‘সুখবর’ খুলনায় পাওনা টাকা নিয়ে বিরোধ, হাতুড়ি দিয়ে যুবককে জখম কেশবপুরে যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ তেরখাদার ছাগলাদাহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাজী বিপ্লব গ্রেফতার নাগরিক পার্টির ইফতারের না‌মে বৈষম্যবিরোধী নেতার ‘চাঁদাবাজি’ দিঘলিয়ায় আজীজুল বারী হেলাল এর পক্ষে ঈদ উপহার

মোংলায় শেষ মুহূর্তে জমে উঠেছে আম-কাঁঠাল’সহ বিভিন্ন ফলের বাজার

  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৭০ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলায় শেষ মুহূর্তে জমে উঠেছে আম, কাঁঠাল’সহ বিভিন্ন ফলের বাজার। এবং প্রতিদিনই ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে মোংলা উপজেলার বিভিন্ন হাট বাজার। এবং বিভিন্ন জায়গা থেকে আম, কাঁঠাল’সহ বিভিন্ন ফল ক্রয় করে বিক্রি করতে আসছেন হাট বাজার’সহ গ্রাম অঞ্চলে। কেউ নিজেদের উৎপাদিত আম, কাঁঠাল’সহ বিভিন্ন ফল নিয়ে বাজার ও গ্রাম অঞ্চলে আসছেন, আবার কেউ বিভিন্ন স্থান থেকে খুচরা ক্রয় করে পাইকারী বিক্রি করতে আসছেন।

মোংলা উপজেলার বিভিন্ন হাট বাজারের সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি – সারি অটোরিক্সা, ভ্যানগাড়ি ও ভটভটিতে সুন্দর করে সাজানো হয়েছে হাজার হাজার কাঁঠাল’সহ হরেক রকমের ফল। এবং ছোট-বড় মাঝারি সব সাইজের কাঁঠালে ভরে গেছে মোংলা উপজেলার প্রতিটা হাট বাজার।

ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছর আম ও কাঁঠালের দাম অন্যান্য ফলের দামের চেয়ে একটু বেশি।

এ বিষয়ে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের হানিফা শেখ নামের এক আম ক্রেতা বলেন, সব জাতের আমই বাজারে এখন আসছে। কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী তো কেউ কিনতে পারছে না। এই আমার কথাই ধরুন, আমি যেখানে পাঁচ কেজি আম না কিনলে আমার পরিবারের হয় না, সেখানে আমাকে দুই কেজি কিনতে হচ্ছে।মানে আমার চাহিদার অর্ধেকও পূরণ হচ্ছে না। আমের দাম যদি ৫০ থেকে ৬০ টাকা কেজির মধ্যে রাখা যেতো তাহলে আর এই সাধ ও সাধ্যের সমন্বয়হীনতাটা হতো না।

এ বিষয়ে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দওেরমেঠ গ্রামের অপূর্ব চৌধুরী নামের এক কাঁঠাল ও আম ক্রেতারা বলেন, প্রতি বছরের চেয়ে এবার প্রতিটা জিনিসের দাম একটু বেশি আর গত বছর যা কিনেছি ১০০টাকা তা এ বছর ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি হচ্ছে। এবং সবকিছুতে যেভাবে দাম বাড়ছে তাতে আর কিছুই খাওয়া যাবে না। আমাদের দেশের কাঁঠাল ও আম আমরাই কিনে খেতে হিমশিম খাই। অদূর ভবিষ্যতে ইলিশের মতো আমও দুর্লভ হয়ে যায় কি না ভেবে দেখার সময় এসেছে। এক কেজি আমের যদি এতো দাম হয় তাহলে মানুষ কিনবে কীভাবে।

এ বিষয়ে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সুশান্ত মন্ডল (নায়েব) নামের এক কাঁঠাল ও আম বিক্রেতা বলেন,
আমরা যে দামে আম ও কাঁঠাল কিনে আনি তার চেয়ে অল্প কিছু বেশি লাভ করেই বিক্রি করে দেই। এই আম ও কাঁঠাল নষ্ট হয় তাতে লাভের পরিমাণ কিছুটা কমে আসে। আমাদের হাতে তো দাম বাড়ানো বা কমানোর কিছু নেই।

এ বিষয়ে তিনি আরও বলেন,আম ও কাঁঠাল তো আমাদেরই দেশের ফল। এরপরেও বাজারে গতবারের তুলনায় দামটা একটু বেশি। এবং গাড়ি ভাড়া ও মধ্যস্থতাভোগী দালাল চক্রের কারণে আমাদের লাভ করা মুস্কিল হয়ে পড়েছে। তবে দাম বেশি হলেও ক্রেতার অভাব নেই।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।