পরেশ দেবনাথ,কেশবপুর|| কেশবপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান তাঁর প্রথম মাসের ভাতা মসজিদ, মন্দির ও অসহায় মানুষের মাঝে বিতরন করলেনন। নির্বাচনী ওয়াদা পুরণ করলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ। তিনি নির্বাচনকালীন সময়ে ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে সরকারের দেয়া সম্মানীর ভাতা ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করবেন। সে ওয়াদা মোতাবেক তিনি প্রথম মাসের সম্মানীর ভাতা ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের মাঝে বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সোমবার (১ জুলাই-২৪) দুপুরে নিজ কার্যালয়ে তিনি সম্মানীর ওই টাকা বিতরণ করেন। মধ্যকুল মাঝের পাড়া মসজিদে ৫ হাজার, বগা জামে মসজিদ ৫ হাজার, গোপসানা মালোপাড়া মন্দিরে ৫ হাজার, দশকাহুনীয়া গ্রামের হতদরিদ্র রেশমা খাতুন ৩ হাজার ও বড় পাথরা গ্রামের আমিনুল ইসলাম কে ২ হাজার টাকা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহীদুজ্জামান শহীদ ও বিশিষ্ট সাংবাদিক আশরাফ উজ জামান খান প্রমুখ। তিনি দীর্ঘদিন কেশবপুর উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক থাকায় মানুষের মাঝে প্রীয় হয়ে পড়েছিলেন। তিনি জানান, আমি এইভাবে কেশবপুরবাসীর সাথে মিলেমিশে কেশবপুরকে উন্নয়ন করতে চান।জনদরদী এই চেয়ারম্যান মনের টানে এই ঘোষনা দিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।