হুমায়ন কবির,চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গায়
হিমালয় ব্রিকস নামের একটি ইটভাটার ডোবা থেকে মো. শান্ত (১৬) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত শান্ত জালশুকা পাওয়ার হাউস পাড়ার আইজেল হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়,গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পার্শ্ববর্তী হিমালয় অটো ব্রিকস ইটভাটায় কাজ করতে যায় শান্ত। বিকেল ৪টার দিকে কাজ শেষ হয়। তারপরও বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। পরে রাতে হিমালয় অটো ব্রিক্সের একটি গর্তের কাছে শান্তর পায়ের স্যান্ডেল দেখতে পেয়ে গর্তে নেমে তার মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। শান্তর সঙ্গে ভাটার কারও সাথে দ্বন্দ্ব ছিল কিনা পরিবারের সদস্যরা কেউ বলতে পারেনি।
স্থানীয় ও পরিবারের দাবি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। শান্তর বাবা আইজেল হোসেন বলেন,‘ইটভাটায় কাজ করা কয়েকজন শ্রমিক আমার ছেলেকে বিভিন্ন সময় হুমকি দিত যে মেরে ফেলবে। তারা আজ আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এই হত্যার বিচার চাই।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান বলেন, ইটভাটার ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।