খুলনার খবর || মেহেরপুর শহরে সড়ক দুর্ঘটনায় মুজিবনগর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক শিক্ষক ওহিদুল ইসলাম নিহত হয়েছেন।নিহত ওহিদুল গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বড়বাজার-হাসপাতাল সড়কের টিএন্ডটি অফিসের সামনে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।এবং রাত সোয়া ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, ওহিদুল মেহেরপুর শহরের টিএন্ডটির সামনে দিয়ে হেঁটে শহরের পৌর ঈদগাহ পাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এসময় একটি দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় তিনি সড়কের পাশে লুটিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হন।
পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।