আল-হুদা মালী (শ্যামনগর) প্রতিনিধি || সুন্দরবনে মাছ, কাঁকড়া,মধু আহরণকারী বনজীবিরা সুন্দরবনে যারা বাঘের আক্রমণে নিহত হয়, তাদের স্ত্রীদের বাঘ বিধবা বলে নামকরন করায় সে সব নারীদের বাঘ বিধবা বলে। তবে তাদের নতুন নাম দেওয়া হয়েছে বাঘ শহীদ পরিবার।
বুধবার (০৩ জুলাই) বিকাল ৪টার সময় নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুইটি ওয়ার্ডের ৪০ জন বাঘ বিধবাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এরিয়া সুন্দরবন নির্ভরশীল বনজীবীদের বাঘের আক্রমণের শিকার প্রতিনিয়ত ঘটে যাচ্ছে।এদের জীবন জীবিকা সামাজিক নিরাপত্তা সহ কুসংস্কারের বেড়াজালের মধ্যে জীবন কাটে। সেই জীবনের গল্প গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম তুলে নিয়ে আসা, স্থানীয় সরকার প্রতিনিধি সহ সামাজিক সুরক্ষায় নিরাপত্তায় নিশ্চয়তা কাজ করার লক্ষ্যে বুড়িগোয়ালিনী সমাজ উন্নয়ন ক্লাব ২০১২ সাল থেকে এগিয়ে চলেছে।
এ সময় উপস্থিত ছিলেন,বুড়িগোয়ালিনী সুন্দরবন সমাজ উন্নয়ন ক্লাব এর সভাপতি আব্দুল হালিম, পিযুষ বাউলীয়া পিন্টু, হুদা মালী, রবিউল ইসলাম প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।