পাইকগাছা প্রতিনিধি || পরিবার থেকে অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় খুলনার পাইকগাছায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক যুগল।
বৃহস্পতিবার (৪ জুলাই) তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় ও রাতে আত্মহত্যা করেন তারা।
নিহতরা হলেন, পাইকগাছার বাইনবাড়িয়া গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে প্রিয়াংকা মন্ডল (২১) এবং কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে ব্রজ মন্ডল (২২)। ব্রজ মন্ডল পাইকগাছার হোগলারচক এলাকায় মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়িতে থেকে লেখাপড়া করতো। তারা দুইজনই গড়ইখালী শহীদ আয়ুব মুছা কলেজের এইএসসি পরীক্ষার্থী।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ব্রজ ও প্রিয়াংকার মধ্যে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রিয়াংকার পরিবার প্রেমের বিষয়টি জানতে পেরে অন্যত্রে তার বিয়ে ঠিক করেন। এদিকে বিয়েতে মত না থাকায় পরিবারের পক্ষ থেকে প্রিয়াংকাকে নানাভাবে চাপ দেয়া হয়। এক পর্যায়ে পরিবারের ওই সিদ্ধান্ত মানতে না পেরে বুধবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রিয়াংকা। ঘটনার কিছু সময় পর ব্রজ তার মামার বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।