সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক || খুলনার ডুমুরিয়া চুকনগরে বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ আবুল কালাম (৩০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল ৩ জুলাই দুপুর ২টার দিকে।সে চাকুন্দিয়া গ্রামের মোঃ সিরাজ মালির পুত্র বলে যানা গেছে। এই হ্নদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় পরিবার সূত্রে জানা যায়,ভ্যান চালক মোঃ আবুল কালাম দুপুরে নিজ বাস ভবনে মোটর ভ্যান চার্জে বসিয়ে মোটরভ্যানে কাজ করছিলেন। এমন সময় মোঃ আবুল কালাম দেখতে পান তাঁর পুত্র বিদ্যুতায়িত হয়েছে তখন তিনি পুত্রকে উদ্ধার করতে গেলে নিজে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই
মৃত্যুবরণ করেন।অপরদিকে পুত্র মোঃ আলিফ হোসেন (৭) বিদ্যুৎপৃষ্টে ছিটকে পড়ে তাঁর একটি দাঁত ভেঙ্গে গেছে। এই ঘটনায় এলাকায় শোকের মতন চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকান্ত কুমার সাহা তিনি বলেন মোঃ আবুল কালাম দুপুরে নিজ বাস ভবনে মোটর ভ্যানে চার্জে বসিয়ে মোটরভ্যানে কাজ করছিলেন। এমন সময় মোঃ আবুল কালাম দেখতে পান তাঁর পুত্রকে বিদ্যুৎ স্পষ্ট করেছেন তখন তিনি পুত্রকে উদ্ধার করতে গেলেন দুর্ঘটনাবশত বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।