পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছায় সিক্ত হলেন, ৯০ যশোর-০৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম। শুক্রবার (৫ জুলাই-২৪) সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে ফুলেল শুভেচছা প্রদান করা হয় তাঁকে।
ইতিমধ্যে যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েকটি সংগঠনের নতুন করে কমিটি করা হয়েছে। সেখানে দেখা গেছে ৯০ যশোর ০৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এমপি’র সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা প্রদানকালে আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে জানান, এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকার বিনিময় কমিটি ও নিয়োগ দেয়া হতো কিন্তু এখন প্রার্থীকে তার যোগ্যতা অনুযায়ী নির্বাচিত হতে হবে। আমাদের কেশবপুরবসীর অভিভাবক মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এমপি সকলের জন্য এই সুযোগটা করে দিয়েছেন। তিনি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রেখে চলতে পারায় কেশবপুরবাসী তাঁর সততার জন্য গর্বিত।
উপজেলার বেগমপুর বালিকা দাখিল মাদ্রাসার মানেজিং কমিটি ও ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শুক্রবার সকালে শহরের ডাকবাংলো হলরুমে মাননীয় এমপি মহোদয়-কে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ টিপু সুলতান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক মন্ডলী, বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সদস্য বৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।