পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর মধ্যপাড়া সার্ব্বজনীন কালী মন্দিরের সামনে থেকে আফিল এগ্রো লিঃ এর সামনে পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তাটি চলাচলেরর একেবারেই অনুপোযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আর খরা মৌসুম না আসা পর্যন্ত রাস্তাটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় ঐ এলাকার বাসিন্দাদের।
এলাকাবাসি সূত্রে জানাগেছে,উপজেলার মজিদপুর সার্ব্বজনীন কালী মন্দিরের সামনে থেকে আফিল এগ্রো লিঃ এর সামনে পর্যন্ত রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে কর্দমাক্ত হয়ে পড়ে। যার ফলে এ এলাকায় বসাবসরত ৪০টি পরিবারকে যাতায়াতের জন্য চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা বলছেন,”ভোট আসলে পাকাকরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বিগত এমপি মহোদয়রা এই অবহেলিত রাস্তাটুকুর কথা স্মরণ রাখেননি। বর্তমানে এলাকাবাসি জীবনের ঝুঁকি নিয়ে ঐ রাস্তা দিয়ে চলাচল করছেন। যতদিন বর্ষা থাকবে ততদিন এ দুর্ভোগ থেকে আমরা রেহাই পাব না।” রাস্তাটি দ্রুত পাঁকাকরণের জন্য ভুক্তোভোগি এলাকাবাসি বর্তমান জনবান্ধব এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
কেশবপুরের মজিদপুর ইউনিয়নের মজিদপুর মধ্যপাড়া সার্ব্বজনীন কালী মন্দিরের সামনের রাস্তাটির বেহাল দশা।
৪০টি পরিবারকে যাতায়াতের জন্য চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি দ্রুত পাঁকাকরণের জন্য ভুক্তোভোগি এলাকাবাসি বর্তমান জনবান্ধব এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।