মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি || “খুলনার পাইকগাছায় নবপল্লব প্রকল্পের আয়োজনে উপজেলা মিলনায়তনে এফসিডিও এর অনুদানে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে ৮টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কতৃক বাস্তবায়িত ও প্রাকটিকাল এ্যাকশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস।
প্রাইভেট সেক্টর ও এনার্জি অফিসার শাহিনুর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল,প্রাকটিক্যাল এ্যাকশনের প্রোগ্রাম ম্যানেজার সেলিম মোড়ল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাশ,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কেয়ার বাংলাদেশের অপারেশন এন্ড গর্ভামেন্ট লিয়জন ম্যানেজার সজল কুমার সাহা।স্বাগত বক্তব্যে সজল কুমার সাহা জানান নবপল্লব প্রকল্পটি কেয়ার বাংলাদেশের নেতৃত্বে প্রাকটিকাল এ্যাকশন,ডিএসকে,ফ্রেন্ডশিপ, সিএনআরএস এর সহযোগীতায় পাইকগাছা উপজেলায় সুন্দরবন নির্ভর দরিদ্র জনগোষ্ঠীর জীবন ও জীবিকার মান উন্নয়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং উপকরণ সহযোগিতা ও পরিষেবা সংযোগের লক্ষ্যে কাজ করবে।সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রাকটিক্যাল এ্যাকশনের সিনিয়র অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
উপজেলা কর্মশালায় উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাসসহ অতিথিবৃন্দ বলেন টেকসই বেড়িবাঁধ ও মানুষের বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার উপরে গুরুত্বারোপ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।