সাগর কুমার বাড়ই,খুলনা || খুলনার তেরখাদা উপজেলার কামারোল গ্রামে শ্রী শ্রী মান্দার ঠাকুরের সেবাশ্রমে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো শ্রী শ্রী জগন্নাথদেবের পুষ্প রথযাত্রা উৎসব~২০২৪ অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার পূজা পার্বণ সমাপ্ত করে এক আনন্দ রেলি বের হয়ে মান্দার ঠাকুরের শত শত ভক্ত বৃন্দ বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করেন।শ্রী শ্রী মান্দার ঠাকুর সেবাশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পুষ্প রথযাত্রায় শত শত ভক্তের আগমনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
জানা যায়,প্রায় আট লক্ষাধিক টাকা ব্যয়ে দীর্ঘ ১ বছর সময় ধরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথের ভাস্কর্য টি নির্মাণ করা হয়েছে।
৭ই জুলাই রবিবার বেলা ১২টার দিকে শ্রী শ্রী মান্দার ঠাকুর ও হরিচাঁদ ঠাকুর সেবাশ্রমর সভাপতি শ্রী শ্রী মান্দার ঠাকুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিতোষ সরকারের সার্বিক পরিচালনায় রথযাত্রা প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিমল বাগচী,রমেশ চন্দ্র বিশ্বাস,দুলাল হালদার,অনুপ বিশ্বাস, কার্তিক ডাকুয়া,রন্জ্ঞন দাস,রাহুল টিকাদার সহ আরো অনেকে।
শ্রী শ্রী মান্দার ঠাকুরের সেবাশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পুষ্প রথযাত্রা অনুষ্ঠান শেষে শত শত ভক্ত বৃন্দদের মাঝ মহা প্রসাধ বিতরণ করা হয়।অপর দিকে তেরখাদা উপজেলার পাথলা গ্রামের বোর্ড স্কুলের পার্শে ইসকন মন্দিরে যথাযোগ্য মর্যাদা ও শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।
তেরখাদা থানার নির্বাহী অফিসারের নির্দেশনায় পুলিশের একটি টিম সার্বিক্ষণীক টহলের মধ্যে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।পরে শত শত ভক্ত বৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।