নড়াইল প্রতিনিধি || “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগড়ায় সামাজিক বনায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্রের আয়োজনে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : জহুরুল ইসলামের সভাপতিত্বে সদ্য খননকৃত নবগঙ্গা নদীর পূর্বপাড়ে চরমঙ্গলহাটা এলাকায় এ সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশীদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, বনকর্মী হাসান খাঁন, মো: এরশাদ শেখ, বাগান মালি মো: হুমায়ুন কবীর, ইকবাল হোসেন, উপকারভোগী ঝন্টু শেখ, আমিনুর শেখ, লায়লা বেগম, বন বিভাগের ঠিকাদার কাজী জিয়াউর রহমান লোটাসসহ প্রমূখ।
উল্লেখ্য, লোহাগড়া উপজেলায় সদ্য খননকৃত নবগঙ্গা নদীর পূর্বপাড়ে চরমঙ্গলহাটা গ্রামের আকবর শেখের বাড়ি থেকে কুন্দশী গ্রামের জিতেন পালের বাড়ি পর্যন্ত ৫ কি, মি এলাকাজুড়ে সামাজিক বনায়ন কর্মসূচির কাজ শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকায় ৫ হাজার বনজ, ফলজ ও ঔষধী বৃক্ষ রোপণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।