নিজস্ব সংবাদদাতা || খুলনা জেলা পরিষদের ভূমি ও দোকান বন্দবন্তের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শারিরিক ভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন যমুনা টিভির বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম।আজ বেলা ১২টার দিকে জেলা পরিষদে এ ঘটনা ঘটে। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানের ইন্টারভিউ আনতে গেলে সে ও তার অফিস সহায়করা রাশেদ নিজাম ও তার ক্যামেরা ম্যানের ওপর হামলা করে।
ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদকর্মীরা ঘটনাস্থরে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়।এসময় পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর ঘটনা অস্বীকার করে উদ্ধর্তপূর্ণ আচরণ করে।এই কর্মকর্তার রিবুদ্ধে আগেও অনিয়মও দূণীতির বহু অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে জেলা পরিষদ কর্তৃপক্ষ তার রিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি।তবে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীকর্মকর্তা মোঃ রেজা রশীদ।ঘটনার সুষ্ঠু তদন্ত ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিচার চেয়ে খুলনা সদর থানায় একটি ডায়েরী হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।