খুলনার খবর || খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা শেখ মুজিবুর রহমানকে (৫৪) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা শেখ কুতুব উদ্দিনের (৩০) বিরুদ্ধে। এ সময় গুরুতর আহত হন নিহতের স্ত্রী পুষ্প শেখ (৪৮) ও ছেলে মিরাজ শেখ (২৩)। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শেখ মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের মৃত শেখ আতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শেখ মুজিবুরের সঙ্গে তাঁর ভাতিজা কুতুব উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কুতুব উদ্দিন ধারালো হাঁসুয়া দিয়ে চাচা মুজিবরকে উপর্যুপরি কোপাতে থাকেন। এ সময় ঠেকাতে গেলে তিনি চাচি পুষ্প শেখ ও চাচাতো ভাই হাফেজ শেখ মিরাজকেও কুপিয়ে জখম করেন।
এ ঘটনার পর ভাতিজা কুতুব উদ্দিন পালিয়ে যান। পরে প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শেখ মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ভাতিজার হাঁসুয়ার আঘাতে চাচা মুজিবুর নিহত হওয়ার পাশাপাশি দুজন গুরুতর আহত হয়েছেন।হত্যাকারীকে আটকের চেষ্টা করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।