মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ||
খুলনার পাইকগাছায় দু-বছরেও চেয়ারম্যানের আদেশ মোতাবেক ওয়ারেশ সুত্রে প্রাপ্য বোনদের সম্পত্তি ভাইয়েরা বুঝে দেয়নি মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভাই বোন ও মামা ভাগ্নেদের মধ্যে চরম ক্ষোভ ও বিরোধ দেখা দিয়েছে।
অভিযোগে প্রকাশ, উপজেলার রাড়ুলী ইউপির ভবানীপুর গ্রামের মৃত বেলায়েত গাজী তার মৃত্যুর পর দুই ছেলে ও চার মেয়ে রেখে যান। সেই থেকে তার ছেলে গফুর গাজী ও অন্য ছেলে ইসলাম গাজীর সন্তানেরা জোরপুর্বক সকল জমি জমা ভোগ দখল করছে। বার বার দাবী করেও সম্পত্তি না পাওয়ায় ২০২২ সালে রাড়ুলী ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন মৃত বেলায়েত গাজীর কন্যা মনোয়ারা বেগমের ছেলে তৈয়েবুর রহমান।
এ নিয়ে চেয়ারম্যান তিনবার নোটিশ করার পরও বিবাদীরা হাজির হননি বলে চেয়ারম্যান আবুল কালাম আজাদের ০৭-০৫ ২০২২ তারিখের প্রতিবেদনে উল্লেখ করেন।
প্রতিবেদনে দেখা যায়,বাদীর মা ফারায়েজের অংশ হিসেবে ২৫.৬২ শতক জমি পাবেন। যার রেকর্ডসহ অন্যান্য কাগজপত্রে প্রতিমান হয়েছে বলে তার প্রতিবেদনে উল্লেখ করেছে। ফারায়েজ মোতাবেক মনোয়ারা যে জমি পাবেন তা বুঝে দেয়ার জন্য চেয়ারম্যান প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেন। এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রাপ্য অনুযায়ী ভাগ বাটোয়ারার পরামর্শ দেন।
এ বিষয়ে মেয়ে মনোয়ারা বেগমের ছেলে তৈয়েবুর রহমান বলেন, আমার মা ওয়ারেশ সুত্রে যে সম্পতি পাবেন তা বুঝে দেয়ার জন্য আমার মামা আব্দুল গফুর গাজী ও মৃত্যু মামা ইসলাম গাজীর ছেলেদের বলেই যাচ্ছি। কিন্তু তারা জমি জায়গা না দিয়ে নানা টালবাহানাসহ আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে মামা আব্দুল গফুর গাজী বলেন,তারা ৪২টি দাগে ১২ শতক জমি পাবে। তাদেরকে দাগে দাগে যেতে হবে। না হলে কোন জমি পাবেনা। অন্য শরীকদের জমি সব আমরা খরিদ করে নিয়েছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।