বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ সময় উভয় বাসের কমপক্ষে ২০জন যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের কাছে থাকা ব্যাগে থাকা তার আধার কার্ড থেকে প্রাপ্ত তথ্যের সূত্রে জানা যায়।নিহত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের হাট পুকুর গ্রামের বাসিন্দা। তাঁর নাম শ্রীধর গাঙ্গুলি।
পুলিশ ও স্থানীয়রা জানায়,শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী ভারতীয় নাগরিক শীধর গাঙ্গুলী ঘটনাস্থলে নিহত হন। এ সময় উভয় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী কম-বেশি আহত হন।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান ঘটনার সত্যতা যাচাই করে বলেন,মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর দুই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরিবহন দুটি জব্দ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।