এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা || দিঘলিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টডিয়াম পাথরের পরিবর্তে ইটের খোয়া ও ধূলো বালু দিয়ে চলছে ঢালাই যার ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড হাজিগ্রাম এলাকায় উক্ত মিনি স্টডিয়াম এর কাজ চলতি বছরে শুরু হয়। কিন্তু কাজ শুরু থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে যেখানে স্টডিয়ামের কাজে পাথরের খোয়া, সিলেকশন বালু, কুষ্টিয়ার বালু ব্যাবহার করার কথা রয়েছে সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান ও খোয়া,বালু সাপ্লাইয়ার মিলে কয়েকটি ধাপে ঢালাই এর মধ্যে ব্যাবহার করছে ইটের খোয়া, ও ধূলো বালু।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো খান মাসুম বিল্লাহ এর কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদক কে জানান উক্ত কাজের বিষয় তার কাছে কোন তথ্যই নেই। বিষয় টি জানার জন্য কয়েক বার সরেজমিনে গেলে দেখা হয়নি ঠিকাদার এর সাথে তবে অনেকে বলছেন বড় নেতার কাজ ওখানে যাওয়া যাবে না। এবিষয়ে বেশ কয়েকবার সাপ্লাইয়ার ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আকবর সরদার এর সাথে কথা হয় তখন তাকে ইটের খোয়া ও ধূলো বালুর কথা বললে তিনি বিষয় টি শিকার করেন।
সর্ব শেষ গত ১৪ ই জুলাই সকাল ৭:৩০ মিনিট এর দিকে একটি সুএে জানা যায় যে ঐ স্টডিয়ামে ৩য় তলায় ঢালাই এর কাজ চলছে কিন্তু পাথরের সাথে মিশিয়ে ব্যাবহার করছেন ইটের খোয়া ও নিম্ন মানের সাদা বালু , খবর পেয়ে প্রতিবেদক সাপ্লাইয়ার ও ঐ ওয়ার্ড এর ইউপি সদস্য আকবর সরদার কে ফোন করে জানতে চাইলে তিনি ফোনে জানান ২ গাড়ি খোয়া দেওয়া হচ্ছে তখন সরেজমিনে দেখতে আসছি এ কথা বলতেই তিনি বলেন না সাংবাদিক দের আসতে হবে না আমি দেখা করে খরচ দিবো।এখন সাধারণ মানুষের মুখে একটি কথা উন্নয়নের নামে প্রভাবশালী মহলের অধিনে থাকা এই ধরনের দুর্নীতি কবে বন্ধ হবে।বেশ কয়েকবার সাপ্লাইয়ার ও ঠিকাদার দের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করা হলেও মেলেনি তাদের দেখা।একটি ভিডিও গোপনে ধারণ করা হয় তাতে দেখা যায় চলমান ঢালাই এর মধ্যে ব্যাবহার হচ্ছে ইটের খোয়া ও নিম্ন মানের সাদা বালু এমনকি সাপ্লাইয়ার এর সাথে কথা হয়েছে সেই কথপোকথন ফোনে রেকর্ড করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।