মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত প্রায় এক কিলোমিটার ইটের রাস্তর সেচ্ছাশ্রমে মেরামত শুরু করেছে এলাকাবাসী।
উপজেলার সোলাদানা বাজার থেকে ভাঙ্গাহাড়িয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার ইটের সলিং রাস্তা ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচল অনপোযোগী হয়ে পড়ে। দুর্ভোগ এড়াতে অবশেষে স্বেচ্ছাশ্রমে মাটি দিয়ে সংস্কার করছে এলাকাবাসী। সব ধরনের যানবাহন একপ্রকার চলাচল বন্ধ হয়েযায়। কেহই রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেনি। প্রায় দেড়মাস পর স্থানীয়রা সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের নেতৃত্বে রাস্তাটি মাটি দিয়ে সংস্কার শুরু করেছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত যান্ত্রিক বাহন ও লোকজন চলাচল করে।
স্থানীয় রকি বিশ্বাস জানান,রিমালে তান্ডবে রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও অদ্যাবধি মেরামতের কোন উদ্যোগ গ্রহন না করায় এলাকাবাসী স্বউদ্যোগে মেরামতের কাজ হাতে নিয়েছে।
এব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন, শিবসা নদীর পাশ দিয়ে বহমান এরাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা। যা সংস্কার করা খুবই জরুরী। কিন্তু এব্যাপারে কারো কোন উদ্যোগ না থাকায় এলাকাবাসীর দাবীর মুখে সেচ্ছাশ্রমে মাটি দিয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় মোটামুটি সংস্কারের কাজ করছি। কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্থ এলাকাতেও কাজ করা হবে। দেখি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে বিস্তারিত জানাবেন বলে জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।