এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা || দিঘলিয়ায় প্রতিকূলতা সহনশীল আমন ধানের চাষাবাদ পদ্ধতি বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ।আজ (১৬ জুলাই)সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা কৃষি অফিস অডিটোরিয়ামে বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র সাতক্ষীরা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত কৃষি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ আবুল কালাম আজাদ মহাপরিচালক,বিনা,ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার দিঘলিয়া মো: কিশোর আহমেদ।বিনা ১৭ ও ২৩ ধান চাষের বিষয় প্রশিক্ষণ প্রদানে অর্থায়নে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প।বাস্তবায়নে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরা।সহযোগিতায় ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিঘলিয়া খুলনা।
উক্ত দিন ব্যাপী কৃষি প্রশিক্ষণে ৫০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপ-প্রকল্প পরিচালক মোঃ কামরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মশিউর রহমান উক্ত প্রশিক্ষণ প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।